আজি এ বসন্তে


      ✍️শাশ্বতী দেব

এসে গেল বসন্ত আজি আসি আসি বলে,
বাতাসে রং এর ছোঁয়ায় 
এই মন আমাদের দোলে।
বসন্তের হলুদ আভায় দেখি আমি তোমায়,
কাছে এসে নিমেষেই তোমার ঠিকানা নাই।
প্রেমের এই পূর্ণ লগ্নে এস দেই তোমায় অসীমান্তিক প্রেম,
তোমার জিবে হাতছানি বারবার এই প্রেম।
এস করি দুজনে অভিষেক অমোঘ প্রেমের
তুমি যে হয়ে গেলে সোহাগ আমার হৃদয়ের
মধু মাখা এই রজনীতে চলো করি প্রেমে অবগাহন,
হয়ে যাক আজ এই প্রেমের মন্থন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন