আজ ভাইফোঁটার দিন


                ✍️সুস্মিতা দেবনাথ

আজ ভাইফোঁটার দিন ।
ভাইয়ের যমদুয়ারে কাঁটা দেয় বোন।
কিন্তু আমার ভাই'রা,,,,
জীবনের সাথে লড়ে চলেছে প্রতিনিয়ত।
নিজের জীবনের তোয়াক্কা না করে
আমার শান্তি ,সম্মান অক্ষুন্ন রাখছে অবিরত।
বরফে ঢাকা সেই দূর্গম পাহাড়ে
না আছে রবিবার, না হোলি,
না দূর্গাপূজা,না দীপাবলী,
না আছে রাখি, না ভাইফোঁটা।
আমার ভাইয়ের সংসার টা অনেক বড়,
এই ধরো পুরা দেশ,পুরাটা পৃথিবী!
এতোবড় মন নিয়েও ভাই আমার
ছোট্ট কাপড়ের ঘরটায় 
আকাশ ছাদের তলায়।
তবু আমার আত্মীয়রা পাথরাঘাতে
রক্তাক্ত করে ওদের বার বার,
জানিনা কি দোষে!
ঐ খুনি কাঁটাতার, প্রতিদিন
আমার ভাইয়ের যমদুয়ারে ফুল বিছায়।
আজ ভাইফোঁটার দিন ।
ধান,দূর্ব্বা, পুষ্প, অর্ঘ আর
ভেজা চোখে এই বোনের কামনা,
এই রাক্ষসী কাঁটাতার নির্বংশ হৌক ।
আর বিশ্বব্যাপী আমার ভাই'রা
মেতে উঠুক হোলি, দীপাবলী, দূর্গাপূজা,রাখী,আর এই ভাইফোঁটাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন