অভিমানী


                     ✍️রাখী দেববর্মা

অভিমানের সুগন্ধকে
আজও  পারেননি তুমি ছোঁতে
যদি পারত
তবে আজও হত
তোমার মনের পিঁজরে।

পুষ্পভরা দোলন
আজও রয়েছে বৃণ্দাবনে নিঃশব্দে
কেবা বাজবে বংশী !

হ্যাঁ,আমি অভিমানী
আমি বড়ো অভিমানী।
তুমি যে শিখিয়েছে 
আমাকে অভিমানী হতে।

পারেনি রুক্মিণী হতে
রাধা হয়েই 
লিখে রাখব
আধা কাহিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন