বসন্তের খেলা


           ✍️ অনুশ্রী ভট্টাচার্যি

বসন্তের এই মাতাল হাওয়ায় জাগলো মনে ছন্দ।
চারদিকে আজ কোকিলের গান, সবার প্রানে আনন্দ।।
মুগ্ধ হল আকাশ, বাতাস, মনের দোয়ার খোল।
দ্বন্ধ বিবাদ ভুলে সবাই রঙের দোলায় দোল।।
 রঙে,বর্ণে,নৃত্য গানে ভরিয়াছে প্রান ।
চঞ্চল মন উঠলো মেতে দেখে প্রকৃতির দান।।
তানে, বোল, ছন্দমাত্রা যুক্ত কবির গান।
বসন্তের হাওয়ায় নাচে পাঁকা ফসলের ধান।।
সপ্তরঙে ভরে আছে নীল দিগন্তের ক্ষেত্র।
সাতসুরে বাধা থাকে আকাশের রামধনুর চিত্র।।
খুকু নাচে,খোকা নাচে,জলসা হবে আজ।
ওরে, রং-বে রঙের আবির মেখে তোরা সবাই সাজ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন