✍️নন্দিতা চক্রবর্তী
গড়িয়েছে হেমন্ত,শীতের জড়তা শেষ,
এই বুঝি ঋতুরাজ ফুল সাজে এল বেশ।
ও কি !! তার মুখখানা এমন হল যে ভার-
কেউ কি গো ডালা সেজে বরণ করেনি তার !
কোকিলের কুহু গানে জাগে যত জগজন
ফুলে ফুলে ঘুরে ঘুরে ভ্রমরের গুঞ্জরণ।
আয়োজন ভরা আছে প্রকৃতির মাঝে আজ
তবুও বসন্ত আজ রাজ্য হারা ঋতুরাজ।
স্বজন হারানো ব্যাথা,'হাহা' রবে ঘুরে ফিরে
বসন্তের আগমন তারে কি ভুলাতে পারে ?
বর্ষার অঝোরেতে যে ছিল দুঃখের সাথী,
শীতের কাঁপানো দিনে যে ছিল ভরসা বাতি,
মহাকালের মহামার ছিনিয়ে নিল যে হায়,
বসন্ত এসেছে বলে সে ব্যাথা কি ভোলা যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন