✍️ সুপর্ণা মজুমদার
আসছে বসন্তে আবিরের সাথে
কিছুটা সিঁদুর মিশিয়ে রাখিস,
সাথে ঐ যে মঙ্গল সূত্রটা--,
হাতের মুঠোয় নিয়ে রাখিস।
অগণিত ভীড়ে মিশে যাওয়া আমি
আমায় খুঁজে নিস্,
শিমুল পলাশের রঙ্গিন বসন্তে
আমায় আবীর মেখে দিস্।
ভ্যালেন্টাইন ডে? থাকনা পরে
সেতো লোক দেখানো বুলি,
হাজার গোলাপের বদলে নাহয়
বিশ্বাসের অঙ্গিকারে চলি!
না দেখা প্রহরে দুজন দুজনকে
ব্যাকুল চোক্ষে হারাবো,
দিনের শেষে ক্লান্ত জীবনে
পাশাপাশি দুজন হাঁটবো।
অজান্তেই কখনো ঝাপটে বলবি
চল্ না ঘুরে আসি,
ভেঙে যাওয়া অভিমানি মনে
তোর ভরসাই চাইবো বেশি।
সেদিন তুই দু'হাতে জড়িয়ে
আমায় আগলে রাখিস,
জীবন খাতার প্রতিটি পাতা
ভালবাসায় ভরিয়ে রাখিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন