বসন্ত বিলাপ


                   ✍️সৌমেন ভট্টাচার্য্য

 কি অদ্ভুত এক অনুভূতি 
হৃদয়ে জাগে প্রতিবার
ঋতুরাজ বসন্তের আগমনে 
মন হারিয়ে যায় কোথায়...
 জানিনে কিসের সন্ধানে! 

বসন্তের দক্ষিণা  হাওয়ায় কোকিলের বার্তায় 
বৃদ্ধ প্রৌঢ়রাও ফিরে তাকায়,
জীবনের অতীতের যৌবন বেলায়।
ভেবে পায়না ফারাক কিছু! 
নবীনদের প্রেমের খেলায়। 

বসন্ত আসে-  বসন্ত যায়
রঙীন আবীরে মন রাঙায়।
কতো কতো কলি প্রস্ফুটিত হয়
মৌ ভ্রমরেরা পিছু ধায় 
যৌবন উন্মাদনায়। 
কখনো কখনো কালের হরণে
জীবনের সম্বিত ফিরে পায়--
তাকিয়ে থাকে নতুন দিগন্তে! 
বসন্ত বিলাপে বুক ভাসায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন