ঝরা পাতা


              ✍️পৌষালী ভৌমিক

 আমি ছিলেম ঝরা পাতা,
তোমার হাত ধরে বসন্তে ফেরা।
ভেবেছিলেম সবকিছু হবে ভাগাভাগি,
মনেই যে ছিলনা, মুখপোড়া আমিই অভাগী!
     বসন্ত যে শুধু তোমার,
আমি যে ঝরে যাওয়া, ঝরেই রই।
তুমি অন্তহীন, দেখ দেখি কত নতুনত্ব,
আমি নিরালায় বসে, বুঝি আমার মহত্ব।
সেদিন তুমি হাত ধরে তোমারই মাঝে নিলে আমায়,
      না,সে যে ছিল ভুল,
কিছুটা আমি রয়েই গেলাম সেই ঝরা পাতায়।
জানো, মন অনেক কথা কয়,
সব কথা তো ভাষা নয়,
কিছু আমাতেই রয়...।
ভাবো বুঝি,আমি ঝরা পাতা... প্রাণ কই? 
আমি বলি, প্রাণ চাই? তবে বসন্ততেই রই...
দেবে আমায়, আমাতে বাঁচতে?
ভাষা ও যে প্রাণ পেতে চায়, সে কী জানতে...?
                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন