✍️ গোপাল দে
রাঙিয়ে দাও তোমার বসন্ত
হাজারো আবির রঙে।
রাঙিয়ে দাও চৌদিক আজ
নিত্য নতুন ঢঙে।।
রাঙিয়ে দাও ফুটপাত জীবন
যাদের পেটে পড়েনি অন্ন।
রাঙিয়ে দাও কৃষকের ক্ষেত
করো ওদের ধন্য।।
দিনমজুরের জীবনে আসুক
নতুন বসন্ত।
রাঙ্গানো হোক কলুষিত আকাশ
দিক দিগন্ত।।
শিল্প আর কারখানাতে
কাটে যাদের জীবন।
বসন্তের ওই হোলির রঙে
রাঙ্গাও ওদের ভুবন।।
কালো মেঘ কেটে গিয়ে
উঠুক নতুন রবি।
জীর্ণশীর্ণ ক্যানভাসেতে
ফুটুক রঙিন ছবি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন