রঙিন


                 ✍️পান্হ দাস

উন্মুক্ত পথে হাঁটছি 
নেই উদ্বেগ স্বপ্নের,
আলো আছে তবে
ঝাপসা কেন বাস্তবের ৷

পুতুল খেলার বাটি
দিনেকের সাথে খুজি,
খেলাটি যেন প্রাণহীন
কিন্তু প্রকৃতিতে তাই রঙিন ৷

দোলে হলো রাঙা সবাই
ভেসেছি আবেগে যদিও,
রঘুবীরের সাথে হোলি মাখাই
তাই নাচছে যেন আজ প্রকৃতিও ৷ 

রঙের উৎসবের ভয় একটাই
ভীত নহে রঙিন হবার,
বস্তুত থাকি কাঁপতে
রঙ পাল্টানো ব্যক্তিত্বে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন