✍️ কৃষ্ণ দাস
কলঙ্কের দাগ নিয়ে রাধার মূর্ছিত আবেগ ,
প্রেম সর্বজগতে নিন্দ , তাই বলে
প্রেমের বলিদান...!
অভিমানী রাধার বিচ্ছেদ ,
বিষণ্ণ মুখে আধখানা প্রাণ নিয়ে চেঁচিয়ে উঠে ।
নেবে গো আমায় হে প্রাণ সখা ।।
বিচ্ছেদের আনন্দ আর নাহি সহে যে মোর প্রাণে ।।
তিলে তিলে জ্বলছি দহনে ।।
নস্টাল রাত যে কথা বলে গো...
হাসে ! হেসে হেসে বলে...
রাধার বুঝি কলঙ্ক লাগলো বলে ।।
প্রানসখা বিচ্ছেদের করুণ আবেগ ,
না সহে যে মোর এ বুকে ।।
হেলায় দিও না ফেলে ,
বাবুই পাখির বাসার মতো ঝুলছি আমি মৃত্যুর মগডালে।।
কালো কাল হয় যাবে না দুঃশয়
প্রেম ছিল বিচ্ছেদের ।।
মুখপানে চাইয়া নেই সব কাড়িয়া ।।
বিচ্ছেদের মধ্যে যে আনন্দ গো ,
না পারি শহনে , রাখি যতনে ,
অন্ধকারের রাতে জোনাকীর আলো জ্বেলে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন