বসন্তের প্রতি


                    ✍️নিধির রায়

বসন্ত, তুমি আমার জীবনে রামধনু এঁকে দিয়ে যাও,
ছেলেবেলায় যত কিনতে না- পাড়া রঙ
এখন দিয়ে যাও কোচড় ভরে।
রঙে রঙে সবার জীবন রঙিন হয়ে যাক।

দেখো ,আমবাগানে বসেছে মৌউৎসব,
দেখো ,কোকিলেরা করে লুটোপুটি,
 পলাশের বনে দেখো আবিরের মেলা।

বসন্ত,
তুমি আমাকে রাঙিয়ে দিয়ে যাও।

মনে পড়?কাঁঠাল গাছের ছালের নীচে লুকিয়ে থাকা রঙ আবিস্কারের কাহিনি?
প্রাচীন ভেষজের মতো তুলে এনেছি
কাঁঠাল গাছের ছাল- নির্যাস,
তার সাথে মিশিয়েছি
ঠাম্মার পানের বাটা থেকে চুরি করা চুন,
ব‍্যস,রঙের যাদু ছড়িয়ে পড়তো মুখ থেকে মুখে।
মিনা রঙের সাধ মিটিয়ে দিতো পাকা পুঁইবিচি।
দেখো কাণ্ড,ওরা এসময়েই পাকে !

বসন্ত,তুমি মহান,
রঙ কিনতে না-পাড়া মানুষগুলোর জন‍্যও
তুমি সাজিয়ে রেখেছো আনন্দের ধন।

বসন্ত ,তুমি সবার জীবন রঙিন করে দাও
রঙে রঙে সেরে যাক তাবৎ অসুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন