✍️সমীরন পাল
রঙিন স্বপ্ন রঙ মেখেছে আরো,
দিন গুনেছে প্রতিক্ষাতে কারো।
এঁকেছে যে সাত রঙের আলপনা,
মন কেমনে সহশ্র কল্পনা।
লাল পলাশে পূর্ণ বৃক্ষ শাখা,
সবটা আবির তোমার জন্য রাখা।
সাদা কালো নিত্য দিনের খেলা,
চলছে জীবন নিয়ম মাফিক ভেলা।
কাটবে নাকি এমন করেই দিন?
হব নাকি ভাবনাতে বিলীন।
সঙ্গোপনে বন্ধু এসো একা,
সবটা আবির তোমার জন্য রাখা।
আতর ঢালা সুগন্ধি সুবাসে,
বাসন্তের ঐ মলয়া পরশে।
প্রণয় সৌধ গড়ব হৃদয় জুড়ে,
বিকেল বেলার পরন্ত রোদ্দুরে।
রঙ মাখানো স্বপ্ন চোখে দেখা,
সবটা আবির তোমার জন্য রাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন