✍️সঞ্জয় দত্ত
হাঁটতে হাঁটতে স্তব্ধ হই,
তোমার আঙিনায় এসে।
মায়াবী স্পর্শে মাখবো আবীর,
তোমায় ভালোবেসে।
প্রেমের বুলি ভেসে উঠে,
তোমার শান্ত চোখে।
তোমার হাসিতে চাঁদ লেগেছে,
মিষ্টি কোমল ঠোঁটে।
চোখের কোনে কাজল রেখা,
আকুল প্রেমের মন।
এই দোলেত বাঁধবো আজি
তোমার আমার জীবন।
চোখের উপর চোখ রেখে আজ,
ফেলী সুখের শ্বাস।
আড়াল থেকে দেখছে সব আজ
নবীন বসন্ত রাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন