ভূপিষ্ঠে এলাম যার কোলে করে
ডেকিছি তাকে মা বলে ।
খেলতাম তার কোলে,
ছোট ছিলাম বলে।
কী স্বপ্ন পেয়েছি অন্তরালে মাগো!
অসুক বিসুক হলে সঙ্গে সঙ্গে,
নিয়ে যেতে হাসপাতালে
নিজের যত সব যন্ত্রণা নিয়ে বুকে নিয়ে।
চোখে ছিল অসংখ্য অস্ত্রুধারা
মাগো তোমার?
প্রথম ছোঁয়াটি ভূলতে পারিনি,
সব সময় মাগো তোমার।
মা আমি যে তোমাকেই ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন