যৌবনের ঋতু


               ✍️মিঠু মল্লিক বৈদ‍্য

শীতের নির্জীবতায় সবুজ পাতায়
হলুদের ছোঁয়া ;প্রকৃতির কোলে জীর্ণতার
চাদর ঠেলে সহসা বসন্ত আসে নেমে।

শিমূল -পলাশের রূপ,কৃষ্ণচূড়ার মোহনীয়তায়
দখিনা মলয়ে কান পেতে শুনি
যৌবন ঋতুর আগমনীর সুরেলা ধ্বনি।

রিক্ত বসন বিজরিত তরুডালে সবুজের ছোঁয়া।
পুষ্প মঞ্জুরির সৌরভে মাতোয়ারা ভ্রমর
শুকনো মাঠের কচি ঘাসে যৌবনের উন্মাদনা।

লালা নীল হলুদের বাহারী শোভা,
দিগন্ত জোড়া আলোর নাচন,
ভ্রমরের গুঞ্জনে পুলক জাগে মনে।

কোকিলের কুহুতান,পাপিয়ার পিউ ডাক
মুকুলের প্রেমে মাতোয়ারা অলি দল
তিতলির রঙিন ডানায় প্রেমের দোলা।

পল্লবিত তরুলতার যাদুময়ী লাবণ‍্য,
বসন্ত বাউরির "বৌ কথা কও"সুরে
চিটা হৃদেও লাগে প্রেমের হরষ।

নববধূর রূপে মহুয়ার মালায় সাজে
প্রকৃতি,বসন্তদূত বাজায় প্রেমের বাশুরী
যৌবনের ঋতু মেলে ধরে সুখ-তরী।

গোধূলির গোলাপী আলোর পথ বেয়ে
সন্ধ‍্যাতারা জাগে দূর আকাশে;জোনাকীর
রূপালী আলোয় ভাসে রূপসী বাংলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন