✍️মন্দিরা ভারতী
সন্ধ্যাকালের স্নিগ্ধ হাওয়ায়
লাগালি বুকে এ কোন আগুন,
রঙের খেলা নিয়ে রাঙতে প্রকৃতি
তুই এলি বুঝি ফাগুন!
আজ এ বসন্ত বেলায়
ভরে আসে হিয়া মোর বেদনায়,
মনের কোনে স্মৃতিদের ভিড়
চোখের জলে বুক ভাষায়।
কত বসন্ত কেটেছে সাথে
কত রঙ খেলেছি দোলে,
মনে পড়ে আজও পুরোনো স্মৃতি
মিছে ভেবেছিলুম গেছি সব ভূলে।
মনে পড়ে আজও সেই
আবিরের নানারঙ,
তুমিহীন বসন্তগুলি
লাগে বড়ো বেরঙ।
তবু চাইছি এসো ফিরে
মোর ক্ষমা করে সকল ভূল,
শত আঘাতে লাগিয়ে ঔষধ
পুনরায় খেলবো আবিরের দোল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন