এসেছে বসন্ত


            ✍️অঙ্কিতা বর্ধন 

ওঠো গো ওঠো,
আজি বসন্ত এসেছে।
তাকাই যে দিক-পানে,
জুড়ায় শরীর, জুড়াই  মন,
এক আপন আনন্দে।
বুঝি গো আজি বসন্ত এসেছে।
চারো দিকে বহিতেছে স্নিগ্ধ হাওয়া।
ফুটিতেছে কাননে কত শত ফুল।
প্রজাপতি ভ্রমর যেন আত্মহারা,
ঘুরিয়ে বেড়াচ্ছে  চারিকুল।

গাছে গাছে মেলিতেছে,
নতুন কুঁড়ি।
যেন স্বর্গ হতে নেমেছে,
কোন এক স্বর্গ পরি।
বাসন্তীর আগমনী শুধু এই মন,
সময়ের প্রহর গুনে শুধু প্রতিক্ষন।
কোকিলের কুহু কুহু বলে যাই,
বসন্ত এসেছে গো,
তোরা সব হোলির রং গায়ে মেখে যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন