✍️ সুমিতা স্মৃতি
চল এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই।
অর্থের অভাবে যাদের খাবার জোটে না,
তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিয়ে গালভরা হাসি ফোটাই।
সীমান্তে যারা প্রতিনিয়ত আমাদের জন্য লড়াই করে চলছে,
তাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই।
যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছায়,
তাদের প্রতি একটু ভালোবাসা দেখাই।
যে ডাক্তাররা আমাদের জন্য নিজেদের আনন্দ ভুলে যায়,
এবার হোলিতে তাদের মুখে একটু হাসি ফোটাই।
যে কৃষকরা দিনের পর দিন পরিশ্রম করে ফসল ফলায়,
তাদের কষ্টের দাম দিতে শিখি।
সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিই।
চল না এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই।
আবিরের রঙে শরীর রঙিন না করে,
মানসিকতার পরিবর্তনের কাজে লেগে যাই।
চল এবারের হোলিটা একটু অন্যরকম ভাবে মানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন