আমার ইচ্ছে


            ✍🏻পূজা মজুমদার

আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে
তোমার জন্য বসে আছি
মনে মনে মাদল বাজাচ্ছি আর।।
গোধূলির রঙ দেখছি দিগন্তে,
      তোমায় রাঙাবো বলে গিয়েছি সমুদ্রে।।


    কেউ মাখায় নি  আজ এ গালে আবীর
     তুমিই তো আমার সুবীর।।


     রং খেলবো তোমার সাথে
    হাটবো রাজবাড়ির সামনাটা হাতে হাত রেখে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন