শেষ দেখা


           ✍️শান্তনু মজুমদার

 চেনা শহরে তুমি আজ বড়ই অচেনা 
ব্যস্তময় জীবনে তুমি আজ কত ই না ব্যস্ত  
যদি কোনোদিন ভুল করে দেখা হয়ে যায় কোনো এক রাস্তার মোড়ে, 
তবে মুখ ফিরিয়ে নিও না বন্ধু , 
কথা বলো মুচকি হেসে, 
তবুও অপূর্ণ সব ভালোবাসার ঘরে কিছূটা রং কিনে নেবে ভালোবাসা, 
হয়ত সেটাই হবে আমাদের শেষ দেখা।। 

            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন