✍️ অনিমেষ গোপ
বিশ্বমাঝে নানা ধর্মের নানা জাতির বসবাস।
ব্যস্ততার মধ্যেও আনন্দ উৎসব পালন বার মাস।
রঙ্গে রাঙ্গিয়ে রঙ্গিন করা একটি দোল উৎসব।
রঙ্গে রাঙ্গিয়ে আনন্দ উল্লাস করতে চায় বাস্তব।
চঞ্চল মন দুর্বার গতি রঙ্গে রাঙ্গিয়ে দিতে প্রিয়কে।
রাঙ্গিয়ে দিতে স্থির ও সাবধান হতে হবে সবাইকে।
বুঝতে হবে জানতে হবে রংগে রাঙিয়ে দেবে যাকে।
রাঙ্গিয়ে দেওয়ার পর ভাটা যেন না আসে সম্পর্কে।
আঘাতহীন কষ্টহীন রঙ্গে রাঙ্গিয়ে দেওয়াই যথার্থ । সৃষ্টি হোক রং খেলাতে রাঙিয়ে দেওয়ার মাহাত্ম্য।
খেলবো হোলি রং দেবো স্মরণ করব শ্রীকৃষ্ণকে।
ছন্দ শেষে দোল উৎসবে রাঙাতে নেমন্তন্ন সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন