✍️জয়তী দেবনাথ
ভোরের আলোয় উঠছে ফুটে
নতুন নতুন রং।
হোলির রঙে মেতে আজি
সাজবে সবাই সং।।
ডাকছে কোকিল ভোরবেলাতে,
ভেঙে গেল ঘুম ।
প্রজাপতির পাখায় আজি
লাগলো হোলির ধুম।।
প্রকৃতিতে লাগলো হোলি ,
উড়ছে যে আবীর ।
আকাশ বাতাস বিমোহিত
রঙিন যে আজ নীর।।
সাগরেতে হোলির খেয়া
তুলেছে আজ পাল।
হোলির রঙে লজ্জা পেয়ে
হচ্ছে সবাই লাল।।
লাল, নীল,হলুদ রঙে
উঠছে সবাই মেতে ।
হরেক রঙের ফুলের মালায়
থাকে হোলি গেঁথে ।।
মোর জীবনের সব রং দিলাম
ঈশ্বর তোমার পায়।
তোমার চরণের রঙের কোণে
একটু দিয়ো ঠাঁয় ।।
এই জীবনের সবটুকু রং
তোমার উপহার ।
রঙের রাজা , তোমারই তো
হোলির অহংকার ।।
রঙের দিনে তোমার কাছে
চাইছি দু-হাত মেলে।
যার জীবনে নেই কোনো রং,
একটু রং দাও ঢেলে।।
রঙের রাজা , তোমায় আজি
সুধাই বারবার ।
দাও না কেন তারে রং ,
যার বড়ো দরকার !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন