✍️সুজন দেবনাথ
আমার একটা নদী ছিল
কিন্তু নদীটার আমি কেউ ছিলাম না।
বহুকাল চিৎকার করে বলেছি-
"আমি ভালোবাসি, নদী!
কতবার বলেছি-
হে, নদী, একটুখানি দাঁড়া"
অথচ নদীর কলকল ধ্বনি সেদিন -
হা হা হা হা করে হেসে বলেছিল,
ওহে প্রেমিক ,
আমার যে ভীষণ তাড়া।
তারপর যখন বসন্ত এলো
আবারও প্রেমে পড়েছিলাম।
আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়ে
ক্ষণিকের আনন্দ দিয়ে
সেও চলে গেছে একদিন।
এরপর একে একে যতবার ভালোবেসেছি,
সবাই ছেড়ে চলে গেছে।
কেউ আগে, কেউ পরে,
কেউ অভিমান করে, কেউ অভিনয় করে
কেউ ভালোবেসে, কেউ বা ফাঁকি দিয়ে,
চলে গেছে সবাই।
আজ আমি বুঝে গেছি
ভালোবাসার টানে দাঁড়ায় না সময়,
নিয়মের বাঁধা ধরা গন্ডির মাঝে
ভালোবাসারাও যেন কত অসহায়।
তাই একদিন সকল অভিমান ফেলে রেখে
সকল যন্ত্রণা ভুলে -
সকল কামনা, বাসনা, জলাঞ্জলি দিয়ে-
ভেসে যায় সবাই অনন্ত-অসীমে,
চলে যেতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন