দাগ


              ✍️চন্দন পাল

যতরঙ আমি তোমায় পরাই -
সবইতো কাল মুছে যায়,
সেরঙ দিতে ইচ্ছে আমার -
যেরঙ মরমে লেগে যায়।

আবির মিনা নীল জড়ি কত-
মুঠোয় পুরে তোমায় মাখি,
তবুও তোমার লাগেনি দাগ-
গভীর হৃদয় ছোঁয়া বাকি।

লাগাবো সে কাদার রঙ -
রোয়াচাষী যা শরীরে মাখে,
কিংবা সে সাদামাটা রঙ -
পাহাড়বাসীর ভাষায় থাকে।

দেখাবো রাঙা মাটির রঙ -
ভুলে আমার গায়ে এলে,
কিংবা সে উদোম রঙ-
কচিরা যখন নেংটা খেলে।

আনতে নারি হলদে রঙ-
সর্ষে ফুল হাওয়ায় দোলে,
কিংবা সে সূর্য রঙ-
চাঁদ বেয়ে জোছনা ফলে।
           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন