হিমেল হাওয়া দূরে ঠেলে
সবুজে সবুজ পা ফেলে।
এলো যে বসন্ত
ফুলে ফুলে শান্ত।
কোকিল সুরে আবেশ জড়িয়ে
নীল নীলিমায় সুবাস ছড়িয়ে।
ফুটেছে পলাশ
ভরেছে আকাশ।
হোলির প্রতিকশা বুকে জড়িয়ে।
বাসন্তি রঙ গালে মাখিয়ে
দিগন্ত আনমন
জোনাকির মতন।
ফাগুন এলো আজ ঘরে
পাখীদের ঝাঁক সুরে সুরে
মধুপেরা মহুয়ায়
কি যেন বলে যায়।