তোমার বসন্ত না কি বসন্তই তোমার


                     
        ✍️অ্যান্কর সুমন

যদি আবিরের রঙে তোমার দু‘গাল
কেউ ভরিয়ে দেয়,
মনে রেখো তোমার জীবনে এখনো বসন্ত আসেনি।

           যদি তোমার দু‘হাত অনায়াসে
           অন্যকে রাঙিয়ে দেয় এই দোলে,
    মনে রেখো তোমার দ্বারে বসন্ত আজো ফিরেনি।

           যখন তুমি আবির স্পর্শ করে
আমাকে ভেবে শিহরিত হবে,
যখন প্রতিটি আবিরের কনায় 
তোমার এই ঠিকানার সুগন্ধ খুঁজে পাবে,
যখন ইচ্ছে জাগবে তোমার শুষ্ক বক্ষের বৃক্ষের শাখায় আমাকে দিয়েই নব পত্র-মুকুল দোলা খাক প্রতি মুহূর্ত-প্রতিবার,
জেনে নিও প্রিয় আর দেরি নয়,
বসন্ত আজ থেকে আজীবন তোমার তোমার তোমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন