ঋতুরাজ মহারাজ



                  ✍️ অর্পিতা দাস 

 রংচটা রুদ্দুর পাল তুলেছে,
       শুষ্ক শীতের শেষে;
খোলস খুলে খিলখিল ধরা,
       রামধনু রঙে ভেসে।
      
 কাননে-কাননে কত-শত-ফুল,
   কোকিল মাতে কুহুতানে;
বেলির পরিমলে অলীর মেলা,
   বসন্তের আবির বীথিবনে।

 হোলির হুল্লোড় দামাল মনে,
      হাজারো পলাশ ফুটে;
  নতুন আগামীর সুপ্ত স্বপন,
       ফাল্গুন-চৈত্র জোটে।

 দমকা হাওয়ার কালবৈশাখী,
       আসার প্রহর গুনে;
 আষাঢ় আশায় আম্র-মুকুল,
         সুমিষ্ট আম বনে।

   কুলের কালে চড়ক মেলা,
        বড্ড ভীষন মজা!
 বাগদেবীর আশিষ আগলে,
       সকল ঋতুর রাজা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন