✍️ মিঠুন দেবনাথ
ভোর হল ,ঘুম ভাঙল ,
পাখিরা বলে চলো চলো l
রবির আলো এসে গেল
বাবা বলে কাজে চলো l
বাইরে এসো দেখো তোমায়
ডাকছে নতুন আলো ,
সবার সাথে মিশে দেখো
লাগবে কত ভালো l
কাশ ফুল ফুটছে দেখো
নদীর তীরে এসে,
টুনটুনি পাখী খুশি হল
দেখছে বসে বসে l
ওই যে দূরের মাঠে
চড়ছে কতো পাখী ,
লাল বলে রোজ সকালে
ঘুম থেকে উঠে আমি দেখি l
একদল বক উরে যাচ্ছে
নিজেদের খাদ্য সন্ধানে ,
আমাকেও যেতে হবে
নিজের উজ্জ্বলের বন্ধনে l
যত বিপত্তি আসুক না কেন
আমাকে যেতে হবে লক্ষে ,
যেহেতু আমি নিয়েছে জন্ম
আজ তোমারই বক্ষে l
দূরের মাঠে গোরু চরে
আনবে রাখাল ছেলে ,
আকাশ পানে তাকিয়ে দেখি
প্রজাপতিরা ডানা মেলে l
গোধূলিতে ব্যস্ত রবি
অস্ত যায় শেষে ,
রাত্রী বেলায় চাঁদ দেখি
মেঘের মাঝে ভেসে l
মৌমাছিরা খুশি আজ
যখন এলো ফুল ,
বসছে যুবতী,জ্বলন্ত মুনি
তুলসী গাছের মূল l
মানুষ ছাড়া এই পৃথিবী
যেমন মূল্যহীন ,
সাপের নাচ দেখতে হলে
বাজাতে হবে বিন l
সাঁতার শিখতে হলে
নামতে হবে জলে ,
পাহাড় চড়তে হলে
যেতে হবে স্থলে l
মৌমাছি মধু আনে
ফুলে ফুলে গিয়ে ,
পাখিরা সব বাসা বাঁধে
খড় কুটা নিয়ে l
শিশুরা খেলে গ্রামে গ্রামে
বৃদ্ধারা থাকে ঘরে ,
ধনীরা থাকে ধনীকে নিয়ে
গরিব থেকে সরে l
গ্রামের দিকে তাকিয়ে দেখি
সবুজ ফসলে ভরা ,
গ্রামের ভিতর বয়ে চলে
অনেক নদী ছড়া l
গ্রামের ছেলে গ্রামের মেয়ে
বৃদ্ধের সাথে মেলাতে আয় ,
হরেক রকম খেলনা নিয়েই
শিশুরা বাড়ি ফিরে যায় l
হাজার হাজার মানুষ দেখে
শিশুরা করে আনন্দ ,
টাকা পয়সা নেই যাদের
মেলার গিয়েও নিরানন্দ l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন