✍️সঞ্চয়িতা শর্মা
বসন্তের হঠাৎ আগমন
প্রস্তুতির কিছুই না তেমন,
অঙ্গ সব অসচেতন
বসন্তের স্পর্শে নূতন।
হঠাৎ সে মধুর কুহু ডাক
মনেমনে কত ঘোরপাক,
বহুদিন ঢেকে রাখা মুখ
বসন্তে ভরে যায় বুক।
বসন্ত দারুণ এক কাল
চলতি খেয়ার ছেঁড়া পাল,
বসন্তের মাতাল হাওয়ায়
খেয়াগুলি দিক ভুলে যায়।
কিছু খেয়া তীরে পৌঁছে যায়,
কিছু ডোবে কিছু ভাসে হায়!
বসন্তে চরিত্র গঠন
বসন্তে জীবন মরণ।
বসন্তে লড়াই প্রাণপণ
বসন্তে পবিত্র হয় মন।
বসন্তের রঙিন আভায়
মনে সবে স্বপ্ন সাজায়।
বসন্তে কভু সব আঁধার,
বসন্তেই দ্বীপ জ্বলে হাজার।
বসন্ত হাসতে শেখায়
বসন্ত বাঁচতে শেখায়।
বসন্তে স্হির যেবা রয়--
সর্বদা তারই বিজয়।
বসন্ত তুমি ঋতুরাজ,
ফুলে কাঁটায় পূর্ণ তব সাজ।
বসন্তের নানা রূপ রঙ
বদলে যায় জীবনের ঢং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন