✍️সুরমা আকতার
বসন্ত পরশ আজ আমায় হাসায়
বছরে একবার এসে আমায় ভুলায়।
তুই এসেছিস আমার নিকটে
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।।
কচি কচি পত্র আমার সারা শরীরে
সুগন্ধি পুষ্প আমার মুগ্ধ করে।
বসন্তে হৃদয় আঙ্গিনায় জ্বালায় প্রদীপ
ভ্রমরেরা গুন গুন করে আমার শাখে।
হৃদয় মাদল বাজে আজ বসন্ত সাজে
ইচ্ছে করে বসন্ত তোকে সর্বদা রাখি নিকটে।।
তুই আছিস আমার হৃদয় গভীরে
তা অনুভব হয় আমার নবীন পত্র-পল্লবে।
পলাশ কৃষ্ণচূড়ার রঙের বাহার
সবুজ কচি পাতার নানা রূপকার।
রামধনুর সাত রং আজ আমার শরীরে
সুখময় রঙের ছড়াছড়ি আমার শাখে।।
বসন্ত তোর রঙে আমায় রাঙিয়ে দিলি
নানা রং আমার শরীরে ছড়িয়ে দিলি।
আমি মুগ্ধ তোর পরশে
তুই সর্বদা থাক আমার নিকটে।
তোর পরশে রাশি রাশি বাহার ছড়িয়ে বেড়াই
তোর পরশে অধিক সুখময় বছর কাটাই।।
তোর পরশেই নানান ফুলের বাহার দেখাই
ঋতুর রাণী শুধু আজ আমায় সাজায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন