ঋতুরাজ


          ✍️নন্দিতা কর চৌধুরী

   সবাই তোমাকে ঋতুরাজ বলে,
      কেন ডাকতে চায়,
  এই প্রশ্নটা আমার মনে -
      আনাগোনা করে ভাই।
 উওরের হাওয়া শেষের পরে,
     দক্ষিনের হাওয়া নিয়ে,
  নানান ফুলের সমুদয়ে তুমি-
     বছরের শেষে আসো ফিরে।
থাকেনা গরম ,না থাকে শীত,
     কী মনোরম আবহাওয়া,
ফাল্গুন চৈত্র নিয়ে তুমি,
     হয়ে থাকো ঋতুরাজা।
শীতকালে গাছের পাতা,
   কতো ঝরে যায়,
বসন্ত তোমার আগমনে,
  ফের গাছে নতুন পাতা গজায়।
প্রকৃতি এক নতুন সাজে,
  কতো'ই না সাজ সাজে,
পলাশ বকুল ফুটে উঠে,
   কতো গাছে গাছে।
গাছের ডালে লুকিয়ে কুকিল,
    কুহু কুহু ডাকে।
সাথে দেখি কতো পাখি ,
 পাতার ফাঁকে ফাঁকে।
কবির লেখা গানটি আমার,
  আজও মনে পড়ে,
কবি গেয়েছেন ওরে ভাই,
  ফাগুন লেগেছে বনে বনে।
এই ঋতুতে 'দোলযাত্রা' ,
  সাথে আবির খেলা।
স্থানে স্থানে বসে পড়ে,
    হরেক রকম মেলা।
সব ঋতুর চেয়েও বেশি,
 বসন্ত তোমায় ভালোবাসি,
তাইতো তোমার বিদায় কালে,
  মনে দুঃখ পাই একটু বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন