ভীড়ের শহর

    ✍️কৃষ্ণ ধন শীল

ভীড়ের শহর,
কৃত্রিম আলোয় উষ্ণ প্রবাহমান বায়ু, 
ভেদাভেদের দেয়াল গুলি সদর্পে খাড়া, 
আর কয়েকটি জীর্ণ নতজানু!

কোলাহল দিনভর,
নিশীথের আঁধারে মাঝে মাঝে, 
অলক্ষ্মী প্যাঁচার ভয়ার্ত ডাক ওঠে, 
ব্যাধ আসে, বাদ্যি বাজে!

শ্রেষ্ঠ ঢংবহর,
ক্ষুধার্ত হায়না-শৃগাল স্পষ্ট দিবালোকে, 
রঙ মেখে সঙ সেজে ফন্দি আঁটে,
নিঃস্ব কাক-চিল ব্যর্থ তাকে!

তাপ প্রখর, 
তবু ভীড় জমে,অদৃশ্য হাহাকারের স্রোতে,
লোভ-লালসা পূর্ণ চোখ,জিভে জল,
ঈগল-বাজদের প্রতি প্রভাতে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ