শীতকালীন অঘ্রায়নী বৃষ্টি

    ✍️সুস্মিতা পাল

কৃষক ঘরে জন্ম আমার,
নাম যে আমার কৃষ।
জন্মের পরেই যখন বুঝতে শিখেছি,
বলতো সবাই ক্ষেত গৃহস্তই যে মোদের জীবন।

কর্ম করলেই দু বেলা মিলবে অন্ন,
আর মিলবে নানা শাক সবজি।
তাইতো সবাই বলতো আমায়
কর্মই মোদের আজীবন।

কর্ম করিলে নাকি মিলবে কর্ম ফল,
বিধাতা দেবে যে তার ই ফল।
তাইতো সকল কৃষক করেছে অক্লান্ত পরিশ্রম।

রুয়া দিয়েছে ধান্য ক্ষেত্রে।
বীজ লাগিয়েছে ক্ষেতে।
অঘ্রায়ণ মাসের পূর্ণ লগনে,
কাটবে ধান্য গুছা আর সবজি তুলবে টুকড়িতে।

কিন্তু হঠাৎ যেনো পাঁকা ধানে মই পড়িল
আসলো ধেয়ে শীতকালীন অঘ্রায়নী বৃষ্টি।
আর,সকল ক্ষেত খামার হলো জলমগ্ন।
ধান্য গুছা ভাসছে জলের স্রোতে,
শাক সবজি গাছ ডুবেছে যে জল তলে।

তবে,এই কি ছিলো সকল কৃষকের কর্ম ফল!
শুধু নিজের নয় সবার মুখে খাওয়ার জুটাতে,
কৃষকেরা করল যে অক্লান্ত পরিশ্রম,
অকাল শীতকালীন অঘ্রায়নী বর্ষণে,
বিধাতা দিলো কৃষক কোলকে তারই বিশেষ ফল!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ