ডাকপিওন

✍️অপাংশু দেবনাথ
-------------------------
একটা বেরঙা খাম পড়ে আছে ঊষর মাটিতে,
সুদীর্ঘচিঠি লিখে রেখেছি আজ সুলেখাতে।

লাল বাক্সে গুঁজে দেবো কাল। 

তোমার গলিতে কি আগের মতো ওই ডাকপিওন যায়?
বেল বাজিয়ে,ঠোঁট রি রি করা ধুলোমাখা শীতের দুপুরে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ