🖋সুবর্ণা চক্রবর্তী
দূরত্ব বেড়েছে জানি
তাই আর ও পথে যাইনি।
তবুও এ মন বড্ড অভিমানী
স্মৃতির পাতায় অহেতুক শব্দ শুনি।
টুকরো কিছু মুহূর্তের অভ্যাস
তারচেয়ে একা থাকাই বেশ।
কিছু পরিচিত রাস্তার মোড়ে
যেনো ডেকে যায় আমার চেনা নাম ধরে।
অলীক সুখের মায়াজালে আর পরশে
হয়তো কিছু চাওয়া পাওয়ার ভাগশেষ রয়ে যায় অবশেষে।
*****
0 মন্তব্যসমূহ