✍️চন্দ্রিমা বণিক
না, এপথে নয় ...
এপথে আছে নরম ঘাসের গালিচা,
আছে ঘাসের মাথায় বিন্দু বিন্দু শিশির তাজ,
যার নরম শীতল স্পর্শ গা হিম করে এক রোমাঞ্চকর আবেশে।
আছে ভ্রমরের গায়ে জড়ানো মাধুরী সুবাস,
আছে পাখামেলা প্রজাপতির তৃপ্তির সন্ধান,
শৈশবের লুকুচুরি খেলার সাথে অবাক করা এক সাদৃশ্য।
কিন্তু এপথেই যে আছে চেনা অচেনার ফাঁদে এক নাটকীয় রসিকতা!
বিশ্বাসের মুণ্ডচ্ছেদ করা এক অবিশ্বাস্য বিড়ম্বনা!
আমার পথে...
অনেক চড়াই উতরাই ...
সমতলেও আছে কাঁকর নুড়ির চাদর বিছানো,
প্রতি পদক্ষেপে আছে বিদ্ধ করা কিছু অনুভূতি।
আছে বার বার হোঁচট খেয়ে আহত হওয়ার অভিজ্ঞতা,
আছে ধৈর্যকে অসীম করার অবিচল প্রয়াস,
রক্তাক্ত হৃদয়কে নিজ হাতে সারানোর পুণরাবৃত্তি।
কিন্তু সঙ্গে আছে এক স্বচ্ছ উদ্দেশ্য ...
আছে বিশ্বাসের অনড় খুঁটি,
প্রাণভরা স্নেহ ভালবাসার সরল আলিঙ্গন আর আত্মতুষ্টি।
0 মন্তব্যসমূহ