✍️সুমিতা স্মৃতি
তুমি হিন্দু আর আমি মুসলমান,
আমি ভাই আল্লায় বিশ্বাসী আর তুমি ভগবান।
তুমি ভাই গীতা পাঠ কর আর আমি কোর-আন,
কারণ একটাই তুমি হিন্দু আর আমি মুসলমান।
তোমাদের ভাই লক্ষ কোটি দেবতা আর আমার একজন,
হিন্দু মুসলিমের ভেদাভেদ ভুলে কি আমরা হতে পারি না আপন?
আমাদের মাঝে কেন এত তফাৎ, এত ভেদাভেদ,
একই রক্তমাংসে গড়া দুজন তবুও কেন বিভেদ?
তুমি হিন্দু ব্রাহ্মণবংশের বলে উচ্চবিত্ত শ্রেণী,
আর আমি মুসলমান বলে অচ্ছুত, অস্পৃশ্য শ্রেণী?
তুমি ভাই হিন্দু বলে পছন্দ করো না সাধারণ মুসলমান,
আবার তোমার'ই প্রিয় অভিনেতাদের তালিকায় থাকে শাহরুখ- সালমান খান।
বুঝি না এ কেমন সমাজ, কেমন এর রীতি?
ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করাই কি মানুষের প্রকৃতি?
0 মন্তব্যসমূহ