আর কোথাও নাই

✍️ সুধীর রায়

আমার প্রাণের আলোতে
 তুই স্নিগ্ধ শীতল ছায়া,
আমার উদাসী মনের ঘরে,
তুই দুরন্ত এক মায়া।

তুই আমার প্রাণের পরশ,
উথালপাথাল ডেউ,
তোর সাথে মোর কি সম্পর্ক? 
বুঝবে না তা কেউ।

আমি যতই যাইরে দূরে......
মনপাখিটা ঘুরে ফিরে
তোর কাছে তেই আসে!
বলনারে তুই প্রাণের মাটি-
আমার মতো এমন করে-
তোকে কে ভালো বাসে?

মাঠ ভরা ধান, মধুর হাওয়া 
চাষীর মুখে গান গাওয়া;
বকের নাচন,ডাহুকের ডাক!
খেক শিয়ালের হুক্কা হুয়া!

গাছ ভরা ফল,গাঙ ভরা জল,
মায়ায় ভরা, ছায়া শীতল!
কোথায় গেলে খুঁজে পাবো?
এমন গ্রামটি আমার!

সবুজ শ্যামল ধানের শীষে-
মনটা আমার যায় যে মিশে;
সোনার ফসল উঠলে ঘরে,
লাউ কোমরের সবজি করে-
প্রাণ ভরে ভাত খাই।
বলনারে তুই প্রাণের মাটি-
তোর মতো এতো খাঁটি!
গ্রামটি আমি কোথায় খুঁজে পাই?

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া-
কদম ফুলের গন্ধে ভরা;
তোমার ছায়ায় খুঁজে আমি
প্রাণের পরশ পাই।
তোমার মতো এমন গ্রামটি-
আর কোথাও নাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ