✍️ মিঠু মল্লিক বৈদ্য
শখ কিংবা নেশা
সহস্র প্রতিকূলতার ছিন্নকরণ,
রাশি রাশি স্বপ্ন ডালি
একটি মলয়ের প্রণয়ন।
মঞ্জুরিত মুকুল
বাহারী প্রজাপতির বিচিত্রতা
মধুপের মৌ মৌ রব
হারায় সকলে সাজানো স্বর্গোদ্যানে।
কিন্তু মালী! ভুলে তারে সবে,
সাজানো উদ্যানের প্রতিটি গাছের দায় তার,
না বলা ভাবনা বুঝে -পূর্ণতার প্রচেষ্টায়
নিজেকে বিলোতে হয় অনায়াসে।
নিখুঁত খাটুনি,উজারিত সোহাগ
কড়া নজরদারি,সফলতার খাতিরে
উপচে ফেলা,সবটাই মালীর
দিনে দিনে শিখে নূতন কিছু।
স্বপ্নদেখে প্রাণপণে,
দিনের আলোর পথ ধরে
মাটি বুঝে করে রোপন,সেজে উঠে বাগান
এই তৃপ্তি,সুখ কেবলই মালীর দান।
0 মন্তব্যসমূহ