✍️মন্দিরা ভারতী
রাএি শেষে ভোরের আকাশ হতে
সবুজ ঘাসের গায়ে
ঝরে পড়া শিশিরের প্রতিটি ফোঁটা,
মনে করিয়ে যায়
কেটে যাওয়া শৈশবের অল্প আনন্দে মেতে ওঠা।
সবুজ খেয়ার সরু আলপথে
গুটি গুটি পায়ে হাঁটা,
মায়ের নজর এড়িয়ে
দুপুর ধরে কত অলিগলি ছোটা।
বনের পাখিদের সাথে কাটানো সকাল
কুলের বাগানে কেটেছে কত দুপুর,
কেটেছে বিকাল ধানের শিশে হাত বুলিয়ে
সত্যি, শৈশব জীবন ছিল আনন্দে ভরপুর।
---------------
0 মন্তব্যসমূহ