🖋চন্দন পাল
তুমিও গরীব, আমিও গরীব, গরীব নেতা আর বেনিয়া!
সবারই তো আরও চাই, পাওয়ার মোহ ভীষণ মায়া।
অবাক গরীব দেশে দিশে, ধনী আমরা কয় জনা!
ভাত পেলেও চাই বিরানি , তামা ফেলে চাই সোনা।
বিনাশ্রম সরকারি দান অপচয় ভাষা ত্রাস নেশা কারবার,
সত্যমিথ্যায় গরীব সবে দুষি বৃথা ইষ্ট আর সরকার।
শ্রমিক সৃজক আসল ধনী বিত্ত নয় কর্ম ধনে,
চাওয়া পাওয়ার সংযমই ধন জানে ক্ষণনিষ্ঠ মিত জনে।
0 মন্তব্যসমূহ