✍️সঞ্চয়িতা শর্মা
বড়দিন কী আমি জানিনা
শুধু যেদিন গির্জাঘরে ঘন্টা বাজে জোরে,
ছোট্ট যীশু যখন আসে মায়ের ওকোল জুড়ে
বিশ্বপিতা এসছে যখন বিশ্ব আলো করে,
রইবে না আর দুঃখ কারো এই আশাতে ভরে
আসবেনা তা জেনেও সবাই স্যান্টা দাদুর তরে,
অপেক্ষাতে সুখ খুঁজে পাই বক্ষ হৃদয় জুড়ে।
গাছটি যেদিন রঙিন আলোয় সাজাই যত্ন করে,
যদি একটি ছোট্ট শিশুর মুখেও আনতে পারি হাসি
সেদিন সত্যি সত্যি বড়দিন আসে সবার জীবন জুড়ে।
0 মন্তব্যসমূহ