গরীবের শীত-বৃষ্টি

🖋শ্রী রঞ্জিৎ বিশ্বাস

শীত হােক আর বৃষ্টি সবকিছুতেই গরীবের শরীর কাঁপে ও বুক ভাসে।
গরীরকে কি সবাই মারতে ভালােবাসে?
কখনাে রাজনীতি কখনাে ধর্মান্ধ রীতি কখনাে বা প্রকৃতির নির্দয়তা,
গরীরকে যদি এত ভাবেই মরতে হয় জন্ম দিয়েছাে কেন সৃষ্টিকর্তা ?
সৃষ্টি করতে শুধুই ধনীদের সব উজাড় করে দিতে তাদের,
সবাই তখন আড়ম্বর করে বলতাে এই সৃষ্টিকর্তা কেবলই ধনীদের !
সৃষ্টিকর্তা, তুমি যদি গরীবদের সত্যি বাঁচার মতাে বাঁচাতে চাও,
যারা গরীবদের রক্তচুষে জীবনকে পিষে তাদের শাস্তি দাও।
অনাথের যে নাথ তুমি দানবদের তা বুঝিয়ে দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ