এগিয়ে যাওয়াই জীবন

    ✍️রঞ্জিত চক্রবর্তী

চাঁদেও কলঙ্ক আছে
গ্রহণে সব আলো গিলে খায়
সূর্যও অনেক সময় ডুবে যায়
মেঘের আড়ালে।
কালবৈশাখী ঝড়ও
বছরে এক-একবার আসে
সমুদ্রেও জোয়ার ভাটা হয়
নিয়মের রেখা টেনে।
আকাশের তারাও 
এক-একসময় হয় স্থানচ্যুত
সময়ের কাছে সকলেই হেরে যায় 
তবুও লক্ষ্য থাকে স্থির।
যে যাই বলুক
ইচ্ছে মরে গেলে জীবন থেমে থাকে
সামনে এগুলেই
দৃষ্টি খুলে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ