হাজার মনের ভিড়ে

🖋জনার্দন 

অনেকেরাই তো নিয়ে যাচ্ছে,
নিতে চাইলে নিতে পারো;
এক টাকা থেকে কোটি টাকা পযর্ন্ত দাম,
বিনামূল‍্যেও পাওয়া যায় ;
শুধু পরিধিটা বাড়িয়ে নিও। 

আমি মাহেন্দ্রক্ষণে স্বর্ণাক্ষরে লিখে রাখবো এই গভীর ভালো লাগার নাম। 

পারবে কি এই হাজার মনের ভিড়ে মিশে যেতে?
যদি পারো, সূর্যোদয়ের আগেই বলে দিও,
নীলাকাশের বুক থেকে বিকেলে মেঘমালা সরে যাবে। 

বিনামূল‍্যের ভালোবাসাটাও নেহাত সস্তা নয়,
বাঁটখারা দিয়ে মাপতে গেলেও মাপতে পারবে না। 

আকাশের এক কোনে বসে থাকলে কি আর সব পাওয়া যায়?
একটু সহজ হতে হয়; 

যাকে মূল‍্য দিই সেই যদি এখন দূর্মুল‍্য হয়ে যায়,
তাহলে দিনের আলোকে তাঁকে কি খুঁজে পাওয়া যায়?


আমি যখন বলছি,
কথাগুলো তবে একবার শুনে নিও। 

ব্রহ্মরেখায় আকাশের ঘনত্বটার গভীরতা যদি মাপতে চাও
তাহলে বুঝবো এটা তোমার অপরিনত ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ