নদী

     ✍️অঙ্কিতা বর্ধন

চঞ্চলিত উচ্ছাসিত জল
চলে শুধু অবিরাম ।
স্থায়ী হয় কত জীব 
হয় মাছেদের গ্ৰাম।
কৃষকেরা কৃষি করে
ফলায় কত ধান।
খরার তাপে সেই জলে
সিক্ত হয় জমির প্রান।
বন্যায় হয় বাঁধন হারা 
জলমগ্ন দু-কুল ।
মানে না কোনো বাঁধা 
ধলে পড়ে সর্বনাশে জীবকুল।
কত জাহাজ কত নৌকা
বয়ে যায় সহজে ।
সূর্যাস্তে অন্ত হয় সব
তখন ও বয়ে চলি আমি, 
 অবিরাম বীনা গরজে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ