✍️মঞ্জুশ্রী শর্মা-
কাঠুরিয়া মন,
গাছ ছেঁটে বাঁচিয়ে রাখে সহজ জীবন,
বনদস্যু শূন্য করে চন্দনের বন ।
খিদে মিটে গেলে ব্যাঘ্র গায়ে রোদ মাখে
হায়না বিকট হাসে, রাবারের বনে।
বাড়ির বেড়ার পাশে মাধবীর ঝোপ,
মূল্যহীন সুগন্ধ বৈভব
দোতলা বাড়ির ছাদে অভিজাত
গোলাপ আর ডালিয়ার টব।
চিঠির শব্দেরা আজ বন্দী মুঠোফোনে,
সেলফিতে ব্যস্ত সব এখানে ওখানে।
অর্ধেক আকাশে যদি মোর অধিকার;
নীলের মেলেনা দেখা ধুলা একাকার !
রাখালিয়া মন তবু বাঁশি রাখে ঠোঁটে,
বাজাবে 'মল্লার রাগ' মরুভূমি তটে।
0 মন্তব্যসমূহ