স্বপ্নে কতবার অবয়ব গড়েছি
কিন্তু রঙ দেওয়া আজও হলোনা।
স্কুল, কলেজ, ইউনিভার্সিটির হেমন্ত বিকেল
হৃদয়ের গোপন দুর্গে এঁকে দিত জীবন্তিকা নদী।
সামনে যতটা এগোই,তারও বেশি পিছিয়ে পড়ি।
কারন, নিস্পন্দ চোখে ছুঁয়ে দেখা বারণ।
এখনো সবুজ প্রান্তর জুড়ে স্বপ্নরা জলছবি আঁকে।
অনিদ্রা যামিনীর শেষে ক্লান্ত চোখে মিলিয়ে যায়।
আবার একবুক স্বপ নিয়ে নতুন করে শুরু হয় কানামাছি খেলা।
0 মন্তব্যসমূহ