ভদ্রলোকের কবিতা

    ✍️নিধির রায়।

একটা দুটো শব্দ লিখে
কবিতা তোমায় শোনাবো
লিখতে লিখতে শব্দগুলো
বাঁকা পথে চালাবো
আসল কথা চাপা দিয়ে
ছেদো কথায় হাসাবো।

নিজের কাছে ফাঁকি দিয়ে
তোমায় আমি ফাঁকি দিই
মানুষের কথা বলতে গিয়ে
সমাজের চোখে ধুলো দিই।
এমন করেই কবিতা লিখে
একদিন পাবো একাডেমি
এমনি করেই চলতে থাকবে
কবিতা লেখার মুন্সীয়ানি।
বিশ্বাস যা করি আমি 
তেমন সত‍্য লিখবো না
তেমন সত্য লিখলে পরে
হাত্তালিটা পাবো না।

আমি কাঁদি তুমি কাঁদো
কাঁদতে কাঁদতে চোখ লাল
এমনি করেই কাঁদতে কাঁদতে
কেটে গেলো কত কাল!
কবিতা ছিল, আছে ,থাকবে,
তোমার সামনে চিরকাল,
কবি থাকবে ,তুমিও থাকবে
থাকবে না শুধু প্রতিকার।

চলছে চলুক গড্ডলিকা
তুমি আমি ভাসবো তাতে
ভালবাসার কথা বলবো
শুনবে শুধু ভদ্রলোকে।

ভদ্রলোকের কবিতাগুলো
পুষ্পগুচ্ছে সাজিয়ে দেবো
ড্রয়িং রুমের আলমারিতে
সুখের একটু যায়গা পাবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ